![]() |
সরীসৃপের ছবি |
সরীসৃপ
আট দিন আগে pixabay তে প্রকাশিত ছবিটি তুলেছেন Marcel Langthim, খুব সম্ভবত তিনি জার্মান। গুগোল ট্রান্সেলেটর যেহেতু তার লেখাগুলোকে জার্মান হিসেবে সনাক্ত করেছে তাকে জার্মান ই বলছি। বৈজ্ঞানিক গ্রুপিং অনুযায়ী এরা কুমির, সাপ, লিজার্ড, টুয়াটারা এদের জ্ঞাতিভাই।
এদের জ্ঞাতিভাইদের মত এরাও চারপেয়ে জন্তু। বাহারী রঙের এই সরীসৃপদের সাথে পাখিদের সাদৃশ্য রয়েছে।
উপকূলীয় নিচু ভূমি থেকে এই ছবিটি Sony র ক্যামেরা দিয়ে তোলা। এই ছবির ফটোগ্রাফারের একটি উক্তি না দিয়ে পারছি না- "ফটোগ্রাফী হচ্ছে একটি চাক্ষুষ ভাষা, একমাত্র ভাষা যা সারা পৃথিবীর লোক বুঝতে পারে। এটাই এই ভাষাকে মূল্যবান আর অনন্য করে তুলেছে"
শুধু ফটোগ্রাফী না, আমার মনে হয় ক্রিয়েটিভ যেকোন কিছুই পৃথিবীর সব জায়গায় মানুষ একইরকম বুঝতে পারে।
আপনি যদি আপনার নিজের তোলা ছবি পাঠান, তাহলে এখানে প্রকাশ করা হবে। ই-মেইলে আমাদের ছবি পাঠাতে পারেন- tutorialsbangla@yahoo.com
ছবির সাথে নাম, ঠিকানা, ছবির নাম যেকোন কিছু লিখে পাঠাতে পারেন, সেটা সহই প্রকাশ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন