Custom Search

উত্তম কুমার এবং সূচিত্রা সেনের সিনেমা বিপাসা
বিসিএস পরীক্ষার্থীদের এই সিনেমাটি হয়ত উপকার করবে। অনেকগুলো নদীর নাম আছে এই সিনেমায় এবং এর গানগুলোতে। সিনেমার নাম বিপাসা- পাঞ্জাবের পাঁচটি নদীর একটি নদীর নাম বিপাসা। পাঞ্জাবের দুটি অংশ ভারত এবং পাকিস্তান দুই দেশে আছে।  উত্তম কুমার এবং সূচিত্রা সেনের ভক্তদের নিশ্চয়ই সিনেমাটি ভাল লাগবে। Angel Digital এর সৌজন্যে Youtube এর কল্যাণে আপনাদের জন্য সিনেমাটি দেখার সুযোগ করে দেয়া হল।
এই মুভিটিতে নায়িকার নামও বিপাসা। বিপাসা বসু এবং বিপাসা হায়াতের ভক্তরা আশা করি বিভ্রান্ত হবেন না। আমার কাছে বিপাসাকে নিয়ে নায়কের কবিতা পাঠের অংশটুকু সবচেয়ে ভাল লেগেছে, আর গানগুলো তো অবশ্যই।

ঝিলাম, চেনার, রাতি, বিপাসা আর শতদ্রু এই পাঁচটি নদ থাকার কারণে এই এলাকার নাম হয় পাঞ্জাব। আগে নাম ছিল সপ্তসিন্ধু- সিন্ধু আর স্বরস্বতীযোগে। এই সিনেমাটিতে ছবি বিশ্বাস নামে একজন বিখ্যাত অভিনেতাও অভিনয় করেছেন।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন