Custom Search

কাজী নজরুল ইসলাম এর কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে


Youtube থেকে কাজী নজরুল ইসলামের জীবনী


নজরুলের বিখ্যাত দোলনচাঁপা কাব্যগ্রন্থ ও কিছু কথা


রবীন্দ্রনাথ যেমন তার স্ত্রীর নাম ভবতারিণী থেকে মৃণালিনী করেছিলেন নজরুল তেমনি তার স্ত্রীর নাম পরিবর্তন করেন। প্রেমীক পুরুষ নজরুল কুমিল্লায় ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়ীতে ওঠেন, সেখানে যথারীতি ইন্দ্রকুমারের ভ্রাতুষ্পুত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ম্যাগাজিনের একটা লেখা দেখেছিলাম সেখানে নজরুলের সবগুলো প্রেমের বর্ণনা ছিল। ঐ ক্রোড়পত্রের মতে আমাদের জাতীয় কবি যেখানে গিয়েছেন সেখানেই প্রেম করেছেন, মানবীয় প্রেম।

আশালতা সেনগুপ্তের ডাকনাম ছিল দোলন, দুলু বা, দুলি। নজরুল তাকে বিয়ে করেন এবং তার নাম দেন প্রমিলা। নজরুলের একটা কাব্যগ্রন্থ আছে যার নাম দোলনচাঁপা। তার বৌয়ের নামেই যে কাব্যগ্রন্থ সেটা নিয়ে এখন নিশ্চয়ই সন্দেহ থাকার কথা না। 

কবি যখন রাজবন্দী হিসেবে জেলে ছিলেন তখন তিনি এই বইয়ের কবিতাগুলো লেখেন। এই গ্রন্থের প্রথম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’। এছাড়া অবেলার ডাক, পূজারিণীর মত পাঠকনন্দিত মোট ২১ টি কবিতা এই গ্রন্থে ঠাই পেয়েছিল। 

নজরুল তার স্ত্রী দোলনকে নিয়েই এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা লিখেছিলেন। নামটা তাই সার্থক, নজরুলের কবিতা বলে কথা- কবিতাগুলোও মুগ্ধ হওয়ার মত।0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন